ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ৬ খাবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৫১, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

একটি নতুন সমীক্ষা অনুযায়ী, টাইপ-টু ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ রোগটি ধরা পড়ার ২০ বছর আগেই চিহ্নিত করা যায়। জাপানের আইজওয়া হাসপাতালের এক গবেষণা দেখিয়েছে, বর্ধিত ফাস্টিং গ্লুকোজ, অতিরিক্ত মেদ, এবং ইম্পেয়ার্ড ইনসুলিন সেনসেটিভিটিকে ডায়াবেটিস রোগ ধরা পড়ার অন্তত ১০ বছর আগে প্রি-ডায়াবেটিস পরিস্থিতি হিসেবে চিহ্নিত করা যায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খান এই ৬টি খাবার-

বিটরুট

বিটরুটে কার্বোহাইড্রেট কম, ভিটামিন, খনিজ, তন্তু ও ফাইটোনিউট্রিয়েন্টস বেশি। এর ন্যাচারাল সুগার শকর্রায় পরিণত হয় না। ফলে শরীর তা দ্রুত আত্মীকরণ করে।

টমেটো

এটি রক্তচাপ কমিয়ে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাকে দূরে রাখে। টমেটোতে প্রচুর ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাসিয়াম রয়েছে। এগুলো লো কার্ব এবং কম ক্যালোরির।

কুমড়া বীজ

এগুলো আয়রনে পূর্ণ, ফ্যাটের ধরন বোঝে এবং খিদে কমায়। স্ন্যকস হিসেবে অতি উপাদেয়।

ফ্ল্যাক্সসীড

এতে লিগন্যান নামে প্রচুর তন্তু থাকে। ফলে হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি কমে। হাড়ের জোড়া মজবুত করে, রক্তে সুগারের মাত্রা কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে।

মিক্স নাটস

বাদামজাতীয় খাবার সুপারফুড আর ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডে পূর্ণ। এতে প্রচুর এসেন্সিয়াল অয়েল থাকায় ডায়াবেটিক ইনফ্লামেশন, ব্লাড সুগার, এবং খারাপ কোলেস্টেরলকে নিয়্ন্ত্রণ করে।

গোটা দানাশষ্য

বাদামী চাল, বুলগার, ওটসের মতো গোটা দানাশষ্য সহজপাচ্য হওয়ায় রক্তে শর্করাকে নিয়ন্ত্রিত রাখে। ফলে ওজন বৃদ্ধিও কম হয়। যা ডায়াবেটিসের অন্যতম কারণ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি