ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

ডিএনসিসিতে তাবিথই যোগ্য প্রার্থী: আবদুল আউয়াল মিন্টু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নিবার্চনে মেয়র পদে বিএনপির প্রার্থী হবেন তাবিথ আউয়াল। এমনটিই ইঙ্গিত দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও তাবিথ আউয়ালের বাবা আব্দুল আউয়াল মিন্টু। বুধবার বকশীবাজর অস্থায়ী আদালত চত্বরে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, ‘দল চায় তরুণরা রাজনীতিতে আসুক। সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপি দুপুরের দিকে নির্বাচন বর্জন করলেও সে অনেক ভোট পেয়েছিল। এবার হয়তো তাই দল তাকেই মনোনয়ন দেবে।’

নিবার্চনে নিজের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে মিন্টু বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। রাতদিন আমি সময় দিতে পারবো না। তাবিথ আমার চেয়ে ভালো কাজ করতে পারবে।’ তাবিথই ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে গত ১ ডিসেম্বর থেকে শূন্য হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদটি। তাই আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। ডিএনসিসির আগের নির্বাচনের দলীয় প্রার্থী তাবিথ আউয়াল ছাড়াও উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, জোটের শরিক বিজেপি’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি