ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ভিডিও

ডিসি ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ লিটনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জমে উঠেছে রাজশাহী সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা। সেইসেঙ্গে চলছে প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ।  

রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন মহাজোট প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আর ২০ দলীয় জোটের প্রার্থী বুলবুল বলছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে রাজশাহীর ভোটের মাঠ। চলছে বড় দুই দলের প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগ। তবে এতদিন ব্যানার পোস্টার ছেড়া ও ভোটারদের ভয় ভীতি দেখানোর মত অভিযোগে সীমাবদ্ধ থাকলেও এবার খোদ জেলা প্রশাসক ও নগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন মহাজোট মনোনীত প্রাথী এএইচএম খায়রুজ্জামান লিটন।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে অভিযোগ করে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নগরীর বিভিন্ন স্থানে ধানের শীষের প্রাচারে বাধা দেওয়া হচ্ছে।

এরই মধ্যে গত এক সপ্তাহে বড় দুই দলেরই প্রার্থীর পক্ষ থেকে ৩৭টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে ২১টি আওয়ামী লীগ প্রার্থীর আর ১৬টি বিএনপির প্রার্থীর। এ সব অভিযোগ খতিয়ে দেখার কথা জানান রিটানিং অফিসার।

অভিযোগ-পাল্টা অভিযোগ যাই থাক আগামী ৩০ জুলাই অবাধ সুষ্ঠ ও নিরাপদ পরিবেশে ভোট দিয়ে নিজেদের নগরপিতা বেছে নিতে চান ভোটারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি