ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ড. কামাল হোসেনের নেতা তারেক :  হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের সবার নেতা হচ্ছেন তারেক রহমান।

সোমবার নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, কোন আচরণবিধি বলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান তাদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন? গণমাধ্যমে এসেছে,তারেক রহমান ঠিক করে দেবেন কারা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাচ্ছেন, এমনকি ঐক্যফ্রন্টের চূড়ান্ত তালিকাও তিনি ফাইনাল করবেন। এর থেকে বোঝা যাচ্ছে ড. কামাল হোসেনের উপরে হচ্ছে তারেক রহমান। অর্থাৎ ঐক্যফ্রন্টে-সবার নেতা তারেক রহমান। কারণ তার কথাই চূড়ান্ত।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি