ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ৯০ শতাংশ পরীক্ষার্থী

প্রকাশিত : ১৬:০৫, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:০৫, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ৯০ শতাংশ পরীক্ষার্থী। ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজী ও বাংলায় অকৃতকার্য হয়েছে। এ’জন্য শিক্ষা ব্যবস্থার দিকে আঙ্গুল তুলেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, পরীক্ষা পদ্ধতি বা প্রশ্নপত্রে সমস্যা নয়; নিয়োগ দিতে হবে ভালো শিক্ষক এবং ঢেলে সাজাতে হবে সিলেবাস। আর শিক্ষামন্ত্রী বললেন, নির্ধারিত আসনের বাইরের শিক্ষার্থীদের এভাবে বাদ দেয়ার প্রক্রিয়া সঠিক নয়। এইচএসসি তে বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাস মার্কসও পায়নি অনেকে। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিপর্যয় ঘটেছে সবচেয়ে বেশী। ৪০ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও, পাশ করে ২ হাজার ২২১ জন। পাশের হার ৫ দশমিক ৫২ শতাংশ। সব ইউনিট মিলে এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি ৯০ শতাংশ পরীক্ষার্থী। এজন্য ভর্তিচ্ছুদের মৌলিক দুর্বলতা আর প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে দায়ি করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এবং পদ্ধতিতে সমস্যা নেই। শিক্ষার্থীদের দক্ষতার অভাবকে দায়ি করেন তিনি। এদিকে,  নির্ধারিত আসনের বাইরের শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রক্রিয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। তবে, শিক্ষার্থীদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে দক্ষ শিক্ষক প্রয়োজন বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি