ঢাকা, বৃহস্পতিবার   ২৯ মে ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল ধার্য করা হয়েছে।

সোমবার (২৬ মে) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না থাকায় আজকে তার শুনানি হয়নি।

পরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ আজ শুনানির দিন ঠিক করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি