ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দরিদ্রদেরকে ৪নং ওয়ার্ড যুবলীগের খাদ্য সামগ্রী উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ২৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সময়ের স্রোতে এখনো নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস। এর ফলে আমাদের দেশের খেটে খাওয়া দিনমজুর, অসহায় মানুষের কষ্টের সীমা নেই। সরকারের পাশাপাশি অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক ও মহৎ ব্যক্তিরা এগিয়ে আসছে। তবুও এতো বড় সমস্যার যেন কূল নেই। 

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সহযোগিতায় ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করেছেন। ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করেছেন। 

প্রায় তিনশ অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করেন রেজা। এদিকে ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন তার প্রতিষ্ঠিত সংগঠন "দেশ সমাজ কল্যাণ সংগঠন" এর মাধ্যমে দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করেছেন। কিছু অসহায় গণমাধ্যমের মানুষের মাঝেও আর্থিক ও খাদ্য সহায়তা করেন। আবার দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝেও নূরে আলম জীবন রান্না করা খাদ্য বিতরন করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি