দলের যত বড় নেতাই হোক না অন্যায় করে পার পাবে না বলেছেন ওবায়দুল কাদের
প্রকাশিত : ১৪:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যত বড় নেতাই হোক না কেন, অন্যায় করে কেউ পার পাবে না।
চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু বানিয়ে হাঁটার কারণে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে একটি সেতু উদ্বোধনের পর মন্ত্রী এ’সব কথা বলেন। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ব্যাপারেও দলীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন