দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথে আন্তঃনগর ট্রেন চলাচলের দাবি
প্রকাশিত : ১৪:৫১, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫১, ১১ জানুয়ারি ২০১৭
ডুয়েল গেজে উন্নীত দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথে আন্তঃনগর ট্রেন চলাচলের দাবি জানিয়েছে যাত্রীরা। এর ফলে উন্নয়নের নতুন সম্ভাবনায় যুক্ত হবে প্রান্তিক জনপদের লাখো মানুষ। এদিকে, স্বল্প সময়ের মধ্যেই এই রুটটি আন্তঃনগর ট্রেনের আওতায় আনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রেললাইন ডুয়েল গেজে উন্নীতকরণ শেষ হয় ২০১৬’র মাঝামাঝি সময়ে। মূলত আমদানি করা পাথর পরিবহনের সক্ষমতা বাড়াতে রেলওয়ের এ উদ্যোগ। কাজে আসবে নানা পণ্য পরিবহনেও। তবে এ পথে যাত্রীবাহি ট্রেন বলতে, আগেকার সেই লোকাল ট্রেন।
বিভিন্ন জায়গা থেকে দিনাজপুর যাওয়া-আসা করা আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল এ অংশ পর্যন্ত বর্ধিত করার দাবী দীর্ঘদিনের। যাত্রীরা বলছেন, সংশ্লিষ্টদের কাছ থেকে একাধিকবার আশ্বাস দেয়া হলেও কাজ হয়নি কিছুই।
আন্তঃনগর ট্রেন চালু হলে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার যাত্রীরা ঢাকা, খুলনা ও রাজশাহী অভিমুখে সরাসরি যাতায়াত করতে পারবেন।
কর্তৃপক্ষ বলছে, নতুন ডুয়েল রেললাইন হয়ে শিগগিরই আন্তঃনগর ট্রেন চলাচল সম্প্রসারিত হবে।
ট্রেনে যাত্রী পরিবহনের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপের আশা এ অঞ্চলের মানুষের।
আরও পড়ুন