মাইলস্টোন ট্র্যাজেডি
দুই শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে, আশঙ্কাজনক অবস্থা ৪ জনের
প্রকাশিত : ১৭:৫৪, ২৬ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকাদের মধ্য থেকে দুই শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন চারজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
আজ শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।
তিনি বলেন, আজ দুজন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনই শিশু৷ ক্রিটিক্যাল রোগী চারজন৷ সিভিয়ার রোগী নয়জন৷ আইসিউতে আছেন চারজন।
ডা. নাসির উদ্দীন বলেন, ক্রিটিক্যাল রোগীদের একজন ভেন্টিলেশনে আছেন৷ আইসিইউ রোগী অবশ্যই ক্রিটিক্যাল রোগী৷
উল্লেখ্য, গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
এসএস//