ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দুই শিশুর মৃত্যু এবং মায়ের আত্মহত্যার একদিন পর মামলা করেছেন আনিকার মা

প্রকাশিত : ১৯:৫০, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫০, ১১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দুই শিশুর মৃত্যু এবং মায়ের আত্মহত্যার একদিন পর মিরপুরের দারুস সালাম থানায় মামলা করেছেন আনিকার মা। এ ঘটনায় আনিকার স্বামী শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে হত্যার পর মা আনিকা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। দিয়াবাড়ির ছোট্ট এ ঘরেই বসবাস করতেন আনিকা-শামীম দম্পতি। ৮/৯ বছরের সংসার জীবন। দুই সন্তানসহ চারজনের সংসার। অভাবের কারণে প্রায়ই ঝগড়া-বিবাদ থাকলেও এমন অঘটনের কথা ভাবেননি তাদের প্রতিবেশিরাও। এ ঘটনায় হতবিহ্বল শামীমের সহকর্মীরা। আনিকার লিখে যাওয়া চিরকুটের ওপর ভিত্তি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন আনিকার মা নাদিরা বেগম। এদিকে, ময়নাতদন্ত প্রতিবেদনের পর হত্যাকান্ডের প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি