ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দু’একদিন পর সংলাপের নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২৯, ৮ নভেম্বর ২০১৮

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

Ekushey Television Ltd.

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সস্মেলন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে সংলাপের বিষয়ে দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সস্মেলন করবেন। এবিষয়ে আগেই গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

আজ রাজধানীতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যলয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কাল শুক্রবার থেকে দলীয় মনোনয়ন বিতারণ করা হবে বলেও জানান তিনি।


টিআর/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি