ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়ছে অনুদানে চলা বেসরকারি সংস্থাগুলো

প্রকাশিত : ১২:০৪, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৪, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়ছে অনুদানে চলা বেসরকারি সংস্থাগুলো। আইনের লংঘন, অর্থ আত্মসাত, ও দুর্নীতির দায়ে এরইমধ্যে প্রায় ১১ হাজার এনজিরও নিবন্ধন বাতিল করেছে সমাজসেবা অধিদপ্তর। বিশেষ করে কুমিল্লার পেইজ ডেভেলমেন্ট সেন্টারসহ বেশ কয়েকটি এনজিওর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। স্বাধীনতার পরপরই সুবিধা বঞ্চিত গ্রামীন দরিদ্্র জনগোষ্ঠীর জন্য সরকারের পাশাপাশি কাজ শুরু করে অনেক বেসরকারি সংস্থা বা এনজিও। দিনদিন অনিময় আর দুর্নীতিতে জড়িয়ে পড়ে এনজিওগুলো। গেলো কয়েক বছরে প্রায় ১১হাজার এনজিওর লাইসেন্সও বাতিল করা হয়েছে নানা অভিযোগে। কুমিল্লার সবচেয়ে বড় এনজিও পেইজ ডেভোলপমেন্ট সেন্টার। সমাজ সেবা অধিদপ্তরের সর্বশেষ অনুসন্ধানে প্রধান নির্বাহীর স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত বড়ী ভাড়া, রিবেট সুবিধা প্রদান না করা, কোটি কোটি টাকার গড়মিলসহ বিভিন্ন অনিয়মের প্রমান মেলে । শুধু তাই নয়, নিজের ছেলে মেয়েসহ স্বজনদের চাকরী দিয়ে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন পেইজ ডেভোলপমেন্টের প্রধান। আর্থিক অনিয়ম ও অবৈধ কাজের প্রতিবাদ করায় অনেককে চাকরিচ্যুত করার অভিযোগও রয়েছে তার  বিরুদ্ধে। এসব অভিযোগ সম্পর্কে জানতে কার্যালয়ে গেলে বাধা দেয় কর্মচারিরা। পরে অবশ্য ক্যামেরার সামনে আসেন প্রধান নির্বাহী লোকমান হাকিম। বলেন, কিছু মানুষ চাকরী হারিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা কথা বলছে। পেইজের দুর্নীতির তদন্তে কমিটি করেছে সমাজসেবা অধিদপ্তর। দরিদ্র মানুষের কল্যাণে নিয়োজিত এনজিওগুলোর কার্যক্রমে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি