দেপোর্তিভোর সাথে ড্র করেছে লাস পালমাস
প্রকাশিত : ০৯:৫৯, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৯, ২১ জানুয়ারি ২০১৭
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় দেপোর্তিভোর সাথে ১-১ গোলে ড্র করলো শিরোপা প্রত্যাশী লাস পালমাস।
প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ঘরের মাঠে খেলতে থাকা লাস পালমাস। ১৩ মিনিটে প্রথম গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার গার্সিয়া। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে দেপোর্তিভো। ৬৯ মিনিটে ফরোয়ার্ড ফ্লোরিন এন্ডওয়ান গোল করলে হার এড়াতে সক্ষম হয় দেপোর্তিভো। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাস পালমাস রয়েছে টেবিলের ১০ নম্বরে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দেপোর্তিভোর অবস্থান ১৫ নম্বরে।
আরও পড়ুন