দেশের উন্নয়ন ব্যাহত করতে ধর্মের নামে সন্ত্রাস চালাচ্ছে স্বাধীনতা বিরোধীরাঃ প্রেসিডেন্ট
প্রকাশিত : ১৯:২৩, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৩, ১৯ জানুয়ারি ২০১৭
স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যাহত করতে ধর্মের নামে সন্ত্রাস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবারও আহবান জানিয়েছেন তিনি। সকালে ঘাতক দালাল নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটি আন্দোলন পার করছে ২৫ বছর। একই সঙ্গে এই কমিটির ৭ম জাতীয় সম্মেলন। এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
জাতীয় সঙ্গীতের পর বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
এই আন্দোলনের বিভিন্ন সফলতা তুলে ধরেন কমিটির নেতারা।
পরে রাষ্ট্রপতি তার ভাষনে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে, এখনো স্বাধীনতাবিরোধী শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্রে সোচ্চার উল্লেখ করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবার আহবান জানান তিনি।
মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনী ও দেশের গৌরবময় ইতিহাস জানার মধ্য দিয়ে দেশপ্রেম ও জনকল্যাণে নিজেদের নিয়োজিত করতে তরুণ প্রজন্মের প্রতিও আহবান জানান রাষ্ট্রপতি।
আরও পড়ুন