ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দেশের একমাত্র জলাবন রাতারগুল

প্রকাশিত : ১০:০৪, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৪, ২৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাতারগুল দেশের একমাত্র ফ্রেশওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন। সিলেট শহর থেকে এই জলাবনের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। অনিন্দ্যসুন্দর এই বনে ৭৩ প্রজাতির উদ্ভিদের পাশাপাশি রয়েছে জলজ, উভচর আর স্থলচর প্রাণীর বসবাস। তবে, অনিয়ন্ত্রিত পর্যটকের আনাগোনায় হুমকির মুখে পড়েছে রাতারগুলের জীববৈচিত্র। দুপুরের ঝলমলে রোদেও সুনশান নীরবতা চারদিকে। সবুজের বুকচিরে আঁকাবাঁকা জলপথ। স্থানীয় রাতার গাছের নামানুসারেই বনটির নাম রাতারগুল। অনিন্দ্যসুন্দর এই জলাবন দেখতে প্রতিদিনই ভিড় জমায় অসংখ্য পর্যটক। তবে, পর্যটকদের ফেলে দেয়া প্লাস্টিকের বোতল, চিপস্ধসঢ়; এর প্যাকেটে দূষিত হচ্ছে বনের পরিবেশ। পরিবেশবাদিরা বলছেন, অনিয়ন্ত্রিত পর্যটকের কারণে রাতারগুল হারাতে বসেছে তার প্রাকৃতিক শৃঙ্খল। বিষয়টির সাথে একমত বন কর্মকর্তারাও। সরকারের পাশাপাশি মানুষের সচেতনতাই পারে দেশের এই অমূল্য সম্পদ রক্ষা করতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি