ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

দেশের জন্য ক্ষতিকর হতে পারে এমন প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:০২, ২২ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

ভারত-বাংলাদেশের উপকার হয় এমন প্রকল্প ছাড়া দেশের জন্য ক্ষতিকর হতে পারে এমন প্রকল্প বাস্তবায়ন করা হয় উচিত নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান।
শনিবার সকালে রাজধানীতে সেন্ট্রার ফর গভর্নেন্স স্টাডিজ’ আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, শুধুমাত্র যোগাযোগ ক্ষেত্রে নয় উভয় দেশের মধ্যে সংযুক্তি বাড়াতে মানুষে মানুষে সংযোগ বাড়াতে হবে। সেমিনারে, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে তড়িঘড়ি না করে চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নেয়ার প্রতি জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ। নিরাপত্তা ইস্যু, চুক্তি সই এবং প্রকল্প বাস্তবায়নে হোমওয়ার্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় সেমিনারে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি