ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দেশে হেপাটাইটিস রোগীর সংখ্যা বাড়ছে

প্রকাশিত : ১২:০৬, ১৯ মে ২০১৬ | আপডেট: ১২:০৬, ১৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

দেশে বাড়ছে হেপাটাইটিস রোগীর সংখ্যা। প্রত্যন্ত অঞ্চলে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হচেছ অনেকের। নওগাঁর হাসপাতালগুলোতে এ রোগের পর্যাপ্ত চিকিৎসা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। আর চিকিৎসকরা বলছেন ব্যয়বহুল হলেও দেশেই  এ রোগের উন্নত চিকিৎসা আছে। হেপাটাইটিস; ভাইরাস জনিত সংক্রামক এই রোগে আক্রান্ত সংখ্যা দিন দিনই বাড়ছে দেশে। নওগাঁয়ও গত বছর এরোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৩’শ জন। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, স্থানীয় হাসপাতাল গুলোতে প্রতি মাসে চিকিৎসা নিতে আসা  রোগীদের প্রায় ৪২ জন  হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত।  পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় মৃত্যু হচ্ছে অনেকের। হেপাটাইটিসের ৬ রকমের ভাইরাসে আক্রান্ত হতে পারে মানুষ। এর মধ্যে সবচেয়ে মারাত্বক হেপাটাইটিস বি ভাইরাস। এতে আক্রান্ত হলে রোগীর ক্ষুধামন্দা, বমি ভাব, শরীর ব্যথা, হালকা জ্বর, ওজন কমে যাওয়াসহ নানা উপসর্গ দেখা দিতে পারে, হতে পারে মৃত্যুও। তবে এসব রোগীর সেবা এখন দেশেই হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। জেলার হাসপাতালগুলোতে হেপাটাইটিসের চিকিৎসা শিঘ্রই শুরু করা হবে জানিয়ে, হেপাটাইটিস রোধে মাদক গ্রহণ না করা, নিয়মিত ভ্যাক্সিন নেয়সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি