ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

ধানমন্ডিতে দুইদিন ব্যাপী ‘শেফ’স বিয়ন্ড হোম’ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যারা ঘরে তৈরি খাবার অনলাইনের মাধ্যমে বিক্রয়ের ব্যবসায় জড়িত, এমন ১৫ জন উদ্যোক্তাদের নিয়ে পপ অফ কালার ২২-২৩ নভেম্বর দুইদিন ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজন করেছে রাধুনী প্রেজেন্টস ‘শেফ’স বিয়ন্ড হোম’।

পপ অফ হোপের সহযোগিতায় এতে পার্টনার হিসেবে ওয়েডিং বিস ও স্বাস্থ্যসেবার জন্য থাকছে রোচে বাংলাদেশ। কে নাসিফ এর তত্ত্বাবধানে ফটোগ্রাফার দল ছিল সুন্দর মুহূর্তগুলোকে বন্দী করার জন্য।

পেশাদার শেফ না হলেও, নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ব্যবসাগুলোর খবর ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ইভেন্টে অংশ নিচ্ছেন-ফ্লেভারিনো বাই স্যাম, কুক আপ্স,মলি’স ফ্যামিলি কিচেন, ডলি’স এ্যাটেলেয়ার, চাচি’স চক, হোম কিচেনেটস্, বৃওষ্, বোনাঞ্জা লাইফস্টাইল, ফুড ফ্রলিক ও কুক অফ।

আপনার বাড়ির খাবারের কথা মনে করিয়ে দিতে নিঃসন্দেহে স্বাস্থ্যকর ও মুখরোচক বিরিয়ানি থেকে শুরু করে লোভনীয় মিষ্টান্ন– স্ন্যাকস, আপনাকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কিছুই এক ছাদের নীচে থাকবে। বাড়িতে বসে রান্না করেন যারা, অনেকেই গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য কোনও প্ল্যাটফর্ম পান না, তাদের প্রচার করাই পপ অফ কালারের মূল উদ্দেশ্য।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি