ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিন : তারেক রহমান
প্রকাশিত : ২০:০৭, ৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যে মানুষগুলো গত ১৬/১৭ বছর যাবত প্রতিবাদ করেছে। তাদের প্রতিবাদ ছিলো-অন্যায়ের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো তার বিরুদ্ধে প্রতিবাদ। এই অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের সকলকে সোচ্চার হতে হবে। যে স্বৈরাচার আপনার অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলার বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘আমরা যারা বিএনপি করি, আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে- সে যে ধর্মেরই হোক, বাংলাদেশের নাগরিক। কে কোন ধর্মের- সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হচ্ছে সেই বাংলাদেশের মানুষ।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে। আমাদের সকলকে এখন একসাথে কাজ করতে হবে দেশ গড়ার জন্য।’
তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জ ও পাবনায় ছোট ছোট মিল কারখানা রয়েছে। কিন্তু এ মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে তুলতে হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। একইসঙ্গে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সঙ্গে জড়িত বেশি সেজন্য আমরা উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প ব্যবস্থা গড়ে তুলতে চাই।
আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশে নারী ও কৃষকদের সহযোগিতার কথা বলেন তারেক রহমান।
সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থী যথাক্রমে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমিরুল ইসলাম খান আলীম, এম আকবর আলী, এম এ মুহিত, আইনুল হক, সেলিম রেজা, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন, সেলিম রেজা হাবিব ও ভিপি সামসুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।
এমআর//
আরও পড়ুন










