নাটোরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক শিশু
প্রকাশিত : ১০:০১, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০১, ২১ জানুয়ারি ২০১৭
তীব্র শীতের কারণে গত তিনদিনে নাটোরের সিংড়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শতাধিক শিশু।
চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে প্রতিদিনই ১৫ থেকে ২০ জন শিশু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসছে। এ’সব শিশু নিউমোনিয়া, ডায়রিয়া ও রোটা ভাইরাসজনিত রোগে আক্রান্ত। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় জায়গা সংকট দেখা দিয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়া প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি আক্রান্ত শিশুদের খাবার স্যালাইন দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন