নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস পালন
প্রকাশিত : ১১:২৩, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:২৩, ৩ নভেম্বর ২০১৬
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী, বরিশাল ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃর্থক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা। সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিকে ক্যাপ্টেন মনসুর আলীর জন্মভূমি সিরাজগঞ্জেও যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে জেল হত্যা দিবস। সকালে এনায়েতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় গ্রহণ করা নানা কর্মসূচি।
আরও পড়ুন