ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায় আজ

প্রকাশিত : ১০:৪৩, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪৫, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার রায় আজ। হত্যাকান্ডের প্রায় ৩ বছর পর রায় হতে যাচ্ছে হত্যা মামলাটির। জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান নিহতদের স্বজন ও এলাকাবাসী। রায়ের অপেক্ষার প্রহর গুনছেন নির্মম এই হত্যাকান্ডে নিহতদের স্বজনরা। আসামীদের সর্বোচ্চ শাস্তিই এখন তাদের একমাত্র চাওয়া। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করা হয়। শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় লাশ। পুলিশের পাওয়া তথ্যমতে, তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের পরিকল্পনা ও সহায়তায় র‌্যাবের তৎকালীন কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা ও তাঁদের লোকজন এ হত্যাকান্ড ঘটায়। র‌্যাব-১১-র তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদ পুরো ঘটনা তদারকি করেন। খুনের সময় উপস্থিত ছিলো নূর হোসেনের  সহযোগীরাও। তদন্ত আর স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এই হত্যাকান্ডের জড়িতদের বিচারের দাবি উঠেছে সব মহলেই। হত্যা মামলার মোট ৩৫ আসামীর মধ্যে আটক ২৩ জনের ২১ জনই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। রায়ে আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতদের স্বজন আর নারায়ণগঞ্জবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি