ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

না.গঞ্জে ধর্ষণ ও হত্যায় তিনজনের প্রাণদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা এ রায় দেন।  
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৮ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জরের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে আসামিরা পোশাক শ্রমিক আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করেন। দুই দিন তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের বাবা রাজা মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি