নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আশাবাদী আওয়ামী লীগ
প্রকাশিত : ১২:২১, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২১, ১৩ জানুয়ারি ২০১৭
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাষ্ট্রপ্রধানের ওপর আস্থা রাখারও আহবান জানিয়েছেন দলটির নেতারা। তবে রাজনৈতিক দলগুলোর সমঝোতার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আর সমঝোতা হলে সময় স্বল্পতার কারণে আইন প্রণয়ন করা না গেলেও গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব বলেও মনে করা হচ্ছে।
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে রাজনৈতিক দলগুলো।
শেষ পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হলে সব দলের অংশ গ্রহণে নির্বাচনের পথ প্রশস্ত হবে, বলে আশা করা হচ্ছে। আর রাষ্ট্রপতির উদ্যেগকে রাজনীতিতে সুবাতাস বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আস্থার প্রতীক বলেই মনে করেন এই আওয়ামী লীগ নেতা।
আইন তৈরী করা না গেলেও সমঝোতার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপি সমর্থক এই বিশ্লেষক।
তবে সব শংকা কাটিয়ে বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন ১৪ দল সমন্বয়ক।
তবে আস্থা তৈরীর দায়িত্ব সরকারেরই বলে মনে করেন এই বিশ্লেষক।
আরও পড়ুন