ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নিরীহ লোকদের ভয়ের কোন কারণ নেই : ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মাদকবিরোধী অভিযানে নিরীহ লোকের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, মাদক কিংবা জঙ্গিবিরোধী কোনো অভিযানে ডিএমপি এলাকায় নিরীহ কোনো মানুষ হয়রানির শিকার হবে না। তাদের ভয়ের কিছু নেই। যদি কোনো পুলিশ সদস্য এটা করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।’

ঢাকা মহানগরীতে এখন অনেকটাই নিরাপদ উল্লেখ করে ডিএমপি কমিশনার দাবি করেন, ডিএমপি এলাকায় এখন আর ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি নাই। গভীর  রাতেও মানুষ নিরাপদে বাসায় ফিরতে পারে। পুলিশ জনগনকে পাহারা দিয়ে যাচ্ছে।

এ সময় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি