ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে কাল : অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৬, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী  আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, টেকনোক্র্যাটদের জায়গায় নতুন কেউ মন্ত্রীত্ব পাবে না। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ হয়নি।

এসব মন্ত্রণালয়ে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, নতুন কাউকে আনা হবে না। এ চার মন্ত্রণালয়গুলো বর্তমান মন্ত্রীদের বাড়তি দায়িত্ব হিসেবে দেয়া হবে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুই একদিনের মধ্যে কালীন সরকার গঠন করা হবে। এরপর অর্থমন্ত্রী এই কথা বলেন।

টিআর/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি