ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ২১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:৪৬, ২১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার  আইনের সুষ্পষ্ট লংঘন বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এই অভিযোগ করেন।

একইসঙ্গে বিএনপির সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশনে আসেন। কমিশন ভবনের চতুর্থ তলায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে তিনি সাক্ষাৎ করে কথা বলছেন। সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এইচ টি ইমাম। তিনি বলেন,একাদশ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে।

 

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি