ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই: আসাদুজ্জামান নূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ১৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:০৩, ১৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,`নির্বাচনকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। বিএনপি যখন নির্বাচনে আসবে, তখন তারা প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসবে না। হারলে হারলাম জিতলে জিতলাম এমন মনোভাব নিয়ে তারা কিন্তু আসবে না। তারা একটা যুদ্ধ করার মনোভাব নিয়েই আসবে।`

আজ শনিবার দুপুরে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, `বিএনপি অনেক দাবি করেছে, তাদের দাবি যদি একটাও মানা না হয়, তাহলেও তারা নির্বাচনে আসবে। ২০১৪ সালের মতো নির্বাচনে না আসার ভুল আর বিএনপি করবে না।`

 

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি