নির্বাচন কমিশন গঠনে সংশয় প্রকাশ করেছে বিএনপি
প্রকাশিত : ১৯:০৭, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৭, ২০ জানুয়ারি ২০১৭
সরকার ও আওয়ামী লীগের হস্তক্ষেপের কারণে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন কিনা, এ নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। তবে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি নাম চাইলে, দেয়া হবে বলেও জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এদিকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন হলেও দলীয় সরকারের অধীনে নির্বাচন অর্থহীন।
সম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ইস্যুতে দলীয় অবস্থান জানাত্ধেসঢ়; বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।
বিএনপি রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায় এমন দাবি করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, সরকারি দল রাষ্ট্রপতিকে প্রভাবিত করতে চায়। দলীয় লোক দিয়ে সার্চ কমিটি করে, নির্বাচন কমিশন গঠন করা হলে জনগন তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি।।
এদিকে জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও রাষ্ট্রপতির অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেন। বলেন, রাষ্ট্রপতির সংলাপ ব্যার্থ হলে আন্দোলেন যাবে বিএনপি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সুস্থ ধারার রাজনীতি এখন বিলুপ্তির পথে।
এদিকে জাসাসের কমিটিতে স্থান না পেয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নতুন কমিটি বিরোধীরা।
আরও পড়ুন