ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নড়াইলে ৭৯৮জন ভিক্ষুক এখন দিনমজুর

প্রকাশিত : ১১:১০, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১০, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নড়াইলে ৭৯৮জন ভিক্ষুক এখন দিনমজুর। জেলার ৩টি উপজেলা ও ৩৯টি ইউনিয়নের ভিক্ষুককে চিহিৃত করে সব এলাকা ভিক্ষুকমুক্ত করা হয়েছে। এখন দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নড়াইলবাসী। আর ভিক্ষার জন্য হাত পাতেন না ৪২ বছরের দৃষ্টিহীন লিটন শেখ। এখন সেই হাতে বিক্রি করেন বাদাম। লিটনের মতো ২০জন দৃষ্টিহীনসহ ৩৯জন প্রতিবন্ধী নারী ও পুরুষের কেউ আর ভিক্ষা করেন না। ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ায় অনেকেই পাচ্ছেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। বাসস্ট্যান্ড, ফেরিঘাট, হাট-বাজার ও লোকালয়ে এখন আর ভিক্ষুকের দেখা মেলে না। প্রতিটি ভিক্ষুকের হাত এখন কর্মীর হাত। ভিক্ষুকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ। নড়াইল ভিক্ষুকমুক্তকরণের স্বপ্নদ্রষ্টা অতিরিক্ত জেলা প্রশাসক জানান ২০১৬ সালের ফেব্র“য়ারিতে এ উদ্যোগ নেয়া হয়। এদিকে নড়াইল ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। শিগগিরই নিজ জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনার দাবি নড়াইলবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি