ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নয়াপল্টনের ঘটনা ফৌজদারি অপরাধ: ইসি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন,‘নয়া পল্টনের ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। রোববার এ ঘটনার প্রতিবেদন পুলিশ জমা দিয়েছে। সে ঘটনার প্রতিবেদনের ভিডিও, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে কমিশন মনে করে, এটা ফৌজদারি অপরাধ।’   

হেলালুদ্দীন আহমদ সোমবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা পরবর্তী এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

ইসি সচিব বলেন, নয়াপল্টনে গত ১৪ নভেম্বর যে ঘটনাটি ঘটেছে তার পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আমরা পুলিশের মহাপরিচালকের (আইজিপি) কাছ থেকে গতকাল (রোববার, ১৮ নভেম্বর) পেয়েছি। সেই প্রতিবেদনটি আজকের কমিশন সভায় পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, নয়াপল্টনে যে ঘটনা ঘটেছে, সেটি ফৌজদারি অপরাধ। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। কমিশন মনে করে, এই তদন্ত চলতে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে কমিশন এ-ও মনে করছে যে, ঘটনার সঙ্গে যারা জড়িত নয়, এমন কোনো ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়। সে বিষয়ে আইজিপিকে নির্দেশনা দেওয়া হবে।’  

সব ভোটারের সহযোগিতা চেয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল ও ভোটারের সহযোগিতা চেয়েছে ইসি।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি