ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পরোয়ানা নিয়ে গুম বিএনপি নেতার বাসায় পুলিশ: এসআই প্রত্যাহার, ডিএমপির দুঃখ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৯ মে ২০২৫ | আপডেট: ১৪:৩২, ৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

প্রায় এক যুগ আগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় তেজগাঁও থানা-পুলিশ ওয়ারেন্ট নিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। এদিন সন্ধ্যায় সেই সুমনের বাসায় ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল তেজগাঁও থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। ওই দলের সদস্যদের সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদান করায় তাদের কেউ জানতেন না, সেটি এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা। তাদের পূর্ব ধারণা না থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য এরইমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন সুমন। তিনি ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিখোঁজের দিন তার সঙ্গে ছিলেন আরো পাঁচজন। নিখোঁজের কিছুক্ষণ পরেই খবর পায় পরিবার। এর পর থেকে আশপাশের থানা, ডিবি অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলেন তারা। কিন্তু এখন পর্যন্ত সুমনের সন্ধান দিতে পারেননি কেউ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি