ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

পশ্চিমবঙ্গ বিকালেই লকডাউন, রসদ মজুতের ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে আজ সোমবার বিকাল থেকে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। আর তারপরই আজ সকালে বাজার থেকে রসদ সংগ্রহের ভিড় শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকালে উত্তর কলকাতার মানিকতলা বাজারে দেখা যায়, লকডাউনের সময়ে যাতে খাদ্যসামগ্রীতে টান না পড়ে, তাই বহু মানুষ প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নিতে এসেছেন।

প্রত্যেকেই একটা কথা বলছেন, এই সময়টা তারা বাড়িতেই থাকবেন। খুব দরকার ছাড়া বাড়ি থেকে বের হবেন না। তবে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, লকডাউন পিরিয়ডে সবজি, মাছ ও মুদিখানা বাজার খোলা থাকবে। 

বাজারের সব দোকান না খুললেও, যেগুলো খুলেছে, তাতে ভিড় চোখে পড়ল। ক্রেতারা বলছেন, বাজারে সবজির দাম একটু চড়া। এছাড়া মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি। একই ছবি চোখে পড়ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারেও।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রুখতে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত রেল কার্ফু জারি করা হয়েছে। পণ্যবাহী ট্রেন ছাড়া এই সময় লোকাল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস, মেট্রো সবরকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

সে কারণে মুখ্যমন্ত্রী সবজি, মাছ, মাংসের বাজার খোলা থাকবে, এই বিষয়ে আশ্বস্ত করার পরেও রেল পরিষেবা বন্ধ থাকায়, সবজি আসবে কী করে, সেই প্রশ্ন উঁকি দিচ্ছে মানুষের মনে। 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি