ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবীতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

প্রকাশিত : ১১:২০, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:২০, ৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবীতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ এবং পানছড়ি উপজেলায় হরতাল পালিত হেেচ্ছ। সড়ক অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে দূরপাল্লা ও অভ্যন্তরিণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে কিছু হালকা যান চলাচল করছে। অন্যদিকে পানছড়িতেও  বন্ধ রয়েছে দোকানপাট ও যান চলাচল। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, সহ-সভাপতি বিনয়ন চাকমা, ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবীতে এই কর্মসূচী পালিত হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি