ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পিরোজপুরে ফেরীঘাট জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় ১২টি রুটের যানবাহন চলাচল ব্যাহত

প্রকাশিত : ১৮:২৬, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:২৬, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Ferryপিরোজপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কের কচা নদীর টগড়া-চরখালী ফেরীঘাট জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় ১২টি রুটের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অমাবশ্যার  কারনে গত ৩ দিন থেকে জোয়ারে পানি বেড়ে যাওয়ায় ফেরি ঘাটের পন্টুন ও গ্যাংওয়ের সংযোগ পানিতে তলিয়ে যায়। ফলে যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে ফেরীতে উঠে। এতে একদিকে যেমন বাড়ছে যাত্রী ভোগান্তি তেমনি ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়। ছোট গাড়ি ফেরীতে উঠতে গেলে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি অচল হয়ে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি