ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯টি কোম্পানির আর্থিক প্রতিবেদনে তথ্যগত ভুল রয়েছে: ডিএসই

প্রকাশিত : ১৬:০৫, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:০৫, ৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯টি কোম্পানির আর্থিক প্রতিবেদনে তথ্যগত ভুল রয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই। বিশেষ করে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএসে এই ভুল দেখা গেছে। বৃহস্পতিবার ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির তথ্য আপডেট ভার্সন চালু অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা এ তথ্য দেন। এ সময় তিনি জানান, ডিএসই ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর শেরারহোল্ডারদের শেয়ার ধারণসহ আরো নতুন তথ্য সরবরাহ করবে ডিএসই। ডিএসইর ওয়েবসাইটে গিয়ে যেকোন  কোম্পানির প্রোফাইলে গেলেই এসব তথ্য পাওয়া যাবে। শেয়ারধারী পরিচালকদের তথ্যের বিষয়ে স্বপন কুমার বালা বলেন, শেয়ারধারী পরিচালকদের সর্বশেষ দুই মাসের শেয়ার ধারণের তথ্য ওয়েবসাইটে দেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি