ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পৃথিবীর কেন্দ্রের অজানা উপাদানটির সন্ধান

প্রকাশিত : ১২:২৫, ১০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২৫, ১০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পৃথিবীর কেন্দ্রের সেই অজানা উপাদানটিকে খুজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিশেষধরনের ল্যাবরেটরিতে পৃথিবীর কেন্দ্রের আবহ তৈরি করে  উচ্চচাপ ও উচ্চতাপে পরীক্ষণের পর তারা অনুমান করছেন সেই অজানা উপাদানটি সিলিকন। কয়েক দশক ধরে এ উপদানের সন্ধানে ছিলেন বিজ্ঞানীরা। লোহা আর নিকেলের পর এটি পৃথিবী গঠনের উল্লেখযোগ্য উপদান বলে দাবি তাদের। টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ইজি ওথানি জানান, পৃথিবীর অভ্যন্তরে উচ্চ তাপমাত্রা এবং চাপ লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে সিলিকনের উপস্থিতি এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। এ আবিস্কারের ফলে পৃথিবীর গঠন সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি