ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় বিচারকাজ শুরু হয়নি দুই বছরেও

প্রকাশিত : ১০:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় দুই বছরেও শুরু হয়নি বিচারকাজ। ওই ঘটনায় দায়ের করা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছিলো, তাদের সবাই জামিনে রয়েছে। গত বছরের মার্চে ৭৭ জনের নামের চার্জশিট দেয়া হয়। দীর্ঘদিনেও বিচার না হওয়ায়, ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা। বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক কর্মসূচি চলা অবস্থায় ২০১৫ সালের ৬ ফেব্র“য়ারি গাইবান্ধার সাহাপাড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। ঢাকাগামী বাসটির দগ্ধ ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো ৪ জনের। আহত হয় অন্তত ৩৫ জন। ওই ঘটনায় মামলা হয় বিএনপি-জামায়াতের ৭৭ নেতাকর্মীর নামে। এর মধ্যে ৩৫ আসামীকে পুলিশ গ্রেফতার করলেও তাদের সবাই এখন জামিনে মুক্ত। দীর্ঘদিনেও দোষীরা বিচারের আওতায় না আসায় হতাশ স্বজন হারানো পরিবারগুলো। ২০১৬ সালের ২৫শে মার্চ, পেট্রোল বোমা হামলা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়। তবে, এখনো শুরু হয়নি বিচারকাজ। দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি