ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পৌর নির্বাচনেও প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব অভিযোগ করেছে বিএনপি

প্রকাশিত : ১৬:৩৬, ২৫ মে ২০১৬ | আপডেট: ১৬:৩৬, ২৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ  নির্বাচনের মতই নয়টি পৌর নির্বাচনেও প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এরআগে সিটি করপোরেশন, উপজেলা ও পৌর নির্বাচনের পরও বিএনপি একই ধরনের অভিযোগ করেছিল দলটি।নির্বাচন কমিশন গ্রহনযোগ্যতা নেই অভিযোগ করে রিজভী বলেন, সরকারের পোষা প্রানীর মতই আচরন সংস্থাটির। একই সঙ্গে কমিশনকে নির্লজ্জতার মন্যুমেন্টের প্রতীব বলেও মন্তব্য তার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি