ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহত

প্রকাশিত : ১৮:০২, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০২, ১৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। খাগড়াছড়ির নারিকেল বাগান এলাকায় কয়েক যুবক নির্মলেন্দুকে মারধোর করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় নির্মলেন্দুকে। জেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও সহযোগিরা হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন নির্মলেন্দু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা। এ’ ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি