ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৬, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৭:৫৬, ২৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

প্রত্যেক উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি, সচেতনতা ও কৌশল বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন।  মন্ত্রী আরো বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। সেমিনারে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব মোজাম্মেল হক খান, দুযোর্গ ও ত্রাণ মন্ত্রনায়য়ের সচিব, মো. শাহ কামাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি