ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:৪৭, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৭, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৯ রান। এখন বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ওয়েলিংটনে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই আউট হন ওপেনার ইমরুল কায়েস। আরেক ওপেনার তামিম ইকবাল আউট হন ৫৬ রান করে। সেই সাথে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি তোলে নেন এই বাহাতি ব্যাটসম্যান। ৪৮ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক ও ১৩ রানে আছেন মাহমুদুল্লাহ। কিউইদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন সাউদি ও বোল্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি