ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিকের সম্পাদক অসুস্থ

প্রকাশিত : ১২:৫৩, ১৫ মে ২০১৬ | আপডেট: ১২:৫৩, ১৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক পত্রিকার বেগম সম্পাদক নূরজাহান বেগম অসুস্থ। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি। স্বজনরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে কফ জমেছে। তাঁর শারীরিক সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বেগম সম্পাদকের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পাটুয়াটুলীর রয়াল স্ট্রিট। সওগাত প্রেস। ১৯১৮ সাল থেকে যে ছাপাখানায় প্রকাশিত হতো অবিভক্ত বাংলার প্রথম চিত্রবহুল মুসলিম পত্রিকা মাসিক সওগাত। কাজী নজরুল ইসলামসহ সমকালীন কবি-সাহিত্যিকদের লেখা প্রকাশের এক আঁতুরঘর। যখন ঘরের বাইরে চোখ রাখাই ছিল দৃষ্টিকটূ, তখন নারীর সীমাবদ্ধতার গন্ডি ছেড়ে আলোর পথ দেখায় সাপ্তাহিক বেগম। সেই সওগাত প্রেসেই ১৯৪৭ সাল থেকে চলছে এখনও ছাপার কাজ। সুফিয়া কামালের সাময়িক দায়িত্ব পালনের পর থেকেই নারীমুক্তির মূখপত্র বেগম সম্পাদনার দায়িত্ব পালন করতেন নাসিরউদ্দিনের মেয়ে নূরজাহান বেগম। ৯১ বছর বয়সেও যেনো ক্লান্তিহীন, বিরামহীন নূরজাহান বেগম; মাঝে মাঝে একটু-আধটু অসুখ তাকে খানিক পিছিয়ে দেয়। গত ৪ মে থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি নূরজাহান বেগম। বেগম আর নূরজাহান বেগম একই স্বত্বা। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা সত্বেও পত্রিকাটির সব সংখ্যায় লেখা নিয়ে তার দিক নির্দেশনা থাকে শতভাগ। সুস্থ হয়েই ঈদসংখ্যার কাজ করবেন নূরজাহান বেগম, এমন প্রত্যাশা পরিবার ও শুভানুধ্যায়ীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি