ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত এবং সুশাসন নিশ্চিত করার তাগিদ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে ২০২১ সাল পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে, প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত এবং সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রায় চার কোটি মানুষ দরিদ্রসীমার নীচে থাকায়, বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতি টেকসই করার তাগিদ দিয়েছেন তারা।

জাতীয় আয় বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন আর অর্থনৈতিক ভঙ্গুরতার শঙ্কা কাটিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার যে প্রাথমিক স্বীকৃতি পেয়েছে, তাকে ধারাবাহিক অগ্রগতির মাইলফলক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের তিনটি শর্তের একটি জাতীয় আয়। মাথাপিছু কমপক্ষে এক হাজার দুইশ’ ৩০ ডলার আয়ের শর্ত পেছনে ফেলে বাংলাদেশে এখন গড় মাথাপিছু আয় এক হাজার দুইশ’ ৭৪ ডলার। স্বল্পোন্নত অনেক দেশের আয়ের তুলনায় ফারাকটা কম হওয়ায়, এ’ নিয়ে আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মীর্জ্জা আজিজুল হক। তার পরামর্শ, ২০২১ সালের মধ্যে প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেছেন।

দেশের অর্থনীতিকে আরো গতিশীল ও টেকসই করতে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি