ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রযুক্তির শিক্ষায় সমৃদ্ধ বিনামূল্যে প্রশিক্ষণ

প্রকাশিত : ১৭:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রযুক্তির শিক্ষায় সমৃদ্ধ করতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউট। এতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এগিয়ে যাওয়ার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে আশা করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সকালে ইনস্টিটিউটের একযুগ পূর্তির অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিটি করপোরেশন পরিচালিত আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্পর্কে নগরবাসীকে ব্যাপক পরিসরে জানানো এবং শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করতে এ মেলার আয়োজন। জিইসি কনভেনশন সেন্টারে সফটওয়্যার, ল্যাপটপ, কম্পিউটারসহ রকমারি আইটি পণ্য নিয়ে হাজির হয় বিভিন্ন স্টল। চিকিৎসকদের প্রেসক্রিপশনের দুর্বোধ্যতা ঘোচাতে প্রেসক্রিপশন রাইটিং সফটওয়ার নিয়ে এসেছে একটি কোম্পানি। এছাড়া বিশেষ ডিসকাউন্ট ও শুভেচ্ছা পুরস্কারসহ নানা অফার দিচ্ছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান। মেলায় আগ্রহী শিক্ষার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে খোঁজ নেয়া,  সুলভে পণ্য কিনতে ব্যস্ত ছিলেন তাদের অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন,  ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ১৯৯৭ সালে নগরীর রহমতগঞ্জে যাত্রা শুরু করে সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি