প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ভুলভ্রান্তি
প্রকাশিত : ০৯:৫৭, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৮, ১১ জানুয়ারি ২০১৭
প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ভুলভ্রান্তি নিয়ে সমালোচনার ঝড় বইছে সারাদেশে। শিক্ষামন্ত্রী বলেছেন, ভুল সংশোধনে কমিটি করা হয়েছে। তবে, বিশেষজ্ঞরা বলছেন, বানান আর ছাপার পরিবর্তন সহজ হলেও বইয়ের বিষয়বস্তু পরিবর্তন করা কঠিন হবে।
চলতি বছর প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি আর বর্ণ শেখাতে অসংলগ্ন উদাহরণ দেয়ায় সমালোচনার মুখে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি। পাঠ্যবইয়ে ভুলের কথা স্বীকার করে পরিমার্জনে কমিটি করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তবে, সারাদেশেই শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে গেছে ভুলে ভরা এমন লাখ লাখ বই। তাই পরিমার্জনের কথা শিক্ষামন্ত্রী বললেও, বিষয়টি সহজ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বইয়ের বিষয়বস্তু পরিবর্তন করা কঠিন হবে। আর এর বিরুপ প্রভাব পড়বে শিক্ষার্থীদের উপর।
কারো কারো মতে, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা এই কাজ করেছে।
এনসিটিবির যেসব কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের শুধু ওএসডি করা নয়, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভবিষ্যতে যাতে এমন ভুল না হয়, সেদিকে নজর দেয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
আরও পড়ুন