ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রার্থিতা বিষয়ে খালেদার রিট নিষ্পত্তিতে বেঞ্চ গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০০:১৩, ১৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থিতা ফিরে পেতে  খালেদা জিয়ার করা পৃথক রিট শুনানি ও নিষ্পত্তির জন্য বেঞ্চ ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।               

জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার এ বেঞ্চ নির্ধারণ করে দেয়া হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।   
 
এর আগে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচনে অংশ নেওয়ার খালেদা জিয়ার রিট আবেদনে বিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রুলসহ মনোনয়নপত্র গ্রহণের আদেশ দিলেও বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির তা নাকচ করেন।  

হাইকোর্টের দেয়া ওই বিভক্ত আদেশের কপি এবং সংশ্লিষ্ট নথি প্রধান বিচারপতির কাছে গতকাল মঙ্গলবার পাঠানো হয়। কিন্তু আদেশের কপি সংক্ষিপ্ত হওয়ায় প্রধান বিচারপতির কার্যালয় থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তা ফেরত পাঠানো হয়। পরবর্তী পূর্ণাঙ্গ কপি পাঠানোর পর প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ নির্ধারণ করে দেন।  

খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিল করলে ৮ ডিসেম্বর ইসি তা নামঞ্জুর করেন। এরপর  ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে পৃথক তিনটি রিট করেন খালেদা জিয়া।      

এসি    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি