ফেসবুকে শিক্ষামন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে কটূক্তি, তথ্য প্রযুক্তি আইনে মামলা
প্রকাশিত : ১৮:৫৭, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ২৩ জানুয়ারি ২০১৭
শিক্ষামন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কুটক্তির অভিযোগ এনে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে।
চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে এক আওয়ামী লীগ নেতা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, হাজী মোহাম্মদ আলী নামে এক ফেসবুক ব্যবহারকারী দু’মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে। এতে মন্ত্রীদের সম্মানহানি হয়। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালী থানার ওসিকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন।
আরও পড়ুন