ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বছরের প্রথম দিন গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ৩১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২০২৫ সালের প্রথম দিন অর্থাৎ আগামীকাল বুধবার রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, শুক্রাবাদে গ্যাস থাকবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিতাস অধিভুক্ত ৫৯/এফ, পশ্চিম রাজাবাজার, ঢাকা এলাকায় গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১ জানুয়ারি (বুধবার) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, শুক্রাবাদ এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।  

তিতাস কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি